নটী বিনোদিনীকে শ্রদ্ধা জানিয়ে ভবানীপুর ৭৫ পল্লির খুঁটি পুজো ও থিম উন্মোচন।

কলকাতা, ২৭ জুলাই, ২০২৫: ভবানীপুর ৭৫ পল্লি, কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও সংস্কৃতিমুখী দুর্গাপুজো উদ্যাপন কমিটি, তাদের ৬১তম বর্ষের দুর্গোৎসবের সূচনা করল শুভ খুঁটি পুজো দিয়ে। এই অনুষ্ঠান আয়োজিত হয় তাদের নিজস্ব প্রাঙ্গণে – ১/১সি, দেবেন্দ্র ঘোষ রোড, নেতাজি ভবন মেট্রো স্টেশনের নিকটে। খুঁটি পুজোর পরই উন্মোচিত হয় এ বছরের বহুল প্রতীক্ষিত থিম – ‘বিনোদিনী’।
এ বছরের থিমের মাধ্যমে ৭৫ পল্লি শ্রদ্ধা নিবেদন করছে বাংলার নাট্যজগতের এক বিস্মৃত নায়িকা – নটী বিনোদিনী-কে। তাঁর সাহস, আত্মমর্যাদা ও সৃষ্টিশীলতা আজও অনুপ্রেরণার উৎস। থিমের মাধ্যমে তাঁর জীবন ও সংগ্রামের গল্পই তুলে ধরা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সমাজকর্মী শ্রী কার্তিক ব্যানার্জী, কাউন্সিলর শ্রীমতি পাপিয়া সিংহ, শ্রী সন্দীপ রঞ্জন বক্সী, শ্রী অশিম বসু, শ্রীমতি কাজরি ব্যানার্জী, শ্রীমতি দেবলীনা বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক শ্রী সায়ন দেব চট্টোপাধ্যায়, ও আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
ক্লাবের সম্পাদক শ্রী সুবীর দাস বলেন,

“ভবানীপুর ৭৫ পল্লিতে খুঁটি পুজো শুধুমাত্র আধ্যাত্মিক সূচনাই নয়, প্রতি বছরের আবেগঘন যাত্রার শুরু। আমাদের কাছে দুর্গাপুজো একটি উপলক্ষ, যার মাধ্যমে আমরা সংস্কৃতিকে উদযাপন করি এবং সমাজসচেতন বার্তা পৌঁছে দিতে চাই। এ বছরের থিম ‘বিনোদিনী’ – একজন অবহেলিত অথচ যুগান্তকারী মঞ্চশিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। শিল্প, সংস্কৃতি ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে আমরা সম্মান, সমতা এবং স্মৃতির গুরুত্বকে তুলে ধরতে চাই।”

শুধু সাংস্কৃতিক দিক থেকেই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও ভবানীপুর ৭৫ পল্লি দীর্ঘদিন ধরে সক্রিয়। পুজোর সময় সংগৃহীত অনুদানের মাধ্যমে বছরের নানা সময়ে স্বাস্থ্যসেবা, শিক্ষাসাহায্য এবং দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *