উত্তর ২৪ পরগনা, কাঁচরাপাড়া | নিজস্ব সংবাদদাতা :-
“অভয়া থেকে তামান্না, শত মেয়েদের কান্না” — এই প্রতিবাদী স্লোগানকে সামনে রেখে আজ, ২৭শে জুলাই, কাঁচরাপাড়ার বেল ইন্সটিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী অঙ্কন প্রতিযোগিতা — “রঙ তুলির ঝড় তামান্নার জন্য”।
উদ্যোগটি নিয়েছে সমাজ সচেতন সংগঠন তিলোত্তমার প্রিয়জনেরা। মূলত, বাংলার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া লাগাতার নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের অভিনব ভাষা হিসেবেই এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। শিশু থেকে শুরু করে প্রবীণ — প্রায় ২০০ জন শিল্পী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।
উদ্যোক্তাদের বক্তব্য, “নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের এক নতুন ভাষা হিসেবে আমরা রঙ ও তুলি তুলে নিয়েছি। চিত্রের মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাই, যেন মানুষ আরও সচেতন হয়, প্রতিবাদী হয়।”
সমাজের সব স্তরের মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শুধু কাঁচরাপাড়া নয়, গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এমন সচেতন প্রয়াস নিঃসন্দেহে এক নতুন দৃষ্টান্ত গড়ল।
Leave a Reply