উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বাংলাভাষী হওয়ায় দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি গোয়ালপোখরেও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলে সামিল হন গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এদিন সন্ধ্যায় সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি রাজ্য সড়ক হয়ে সাহাপুর বাজার পরিক্রমা করার পরে সমাপ্ত করা হয়। এরপর পথসভার মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের নেতৃত্বরা।
বাংলা ভাষার অপমানের প্রতিবাদে উত্তাল গোয়ালপোখর, বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ তৃণমূলের।

Leave a Reply