সীমান্ত রক্ষায় অঙ্গীকারবদ্ধ ত্রিশক্তি কোর, বীর শহিদদের স্মরণে জাঁকজমকহীন অনুষ্ঠান।

সুকনা, ২৬ জুলাই ২০২৫ | নিজস্ব সংবাদদাতা:- ১৯৯৯ সালের ঐতিহাসিক কার্গিল যুদ্ধে ভারতের বিজয় স্মরণে প্রতি বছর ২৬ জুলাই পালিত হয় ‘কার্গিল বিজয় দিবস’। এই দিনটি দেশের সেই বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন, যাঁরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করে চরম আত্মত্যাগ করেছিলেন।
এই বিশেষ দিনে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর সশ্রদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে কার্গিলের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
সুকনা মিলিটারি স্টেশনের ত্রিশক্তি যুদ্ধস্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিশক্তি কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়াল্লা। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন সামরিক সদস্য, আধিকারিক, জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।
সমবেত সবাই এক মিনিট নীরবতা পালন করেন শহিদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে।
অনুষ্ঠানে প্রাক্তন সেনানিদেরও সম্মানিত করা হয় তাঁদের অতুলনীয় সেবা ও জাতির প্রতি অবদানের জন্য।
ত্রিশক্তি কোর জানিয়েছে, কার্গিলের বীরদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে তারা দেশের সীমান্ত রক্ষায় সদা-প্রস্তুত ও অটুট অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *