স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবি ভাইরাল, তীব্র কটাক্ষ ডঃ সুকান্ত মজুমদারের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রচণ্ড গরমে একদিকে যখন গোটা রাজ্য হাঁসফাঁস করছে, ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ধরা পড়ল রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল চিত্র। বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় নার্সরা রোগী পরিষেবা দিচ্ছেন—এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ঘর অন্ধকার। মোমবাতির ক্ষীণ আলোয় সেবিকার দল কোনোরকমে রোগীর সেবা করছেন। অন্যদিকে, বিদ্যুৎ না থাকায় গরমে হাঁসফাঁস করছেন রোগীরা। মাথার ঘাম পায়ে ফেলার এই পরিস্থিতিতে একমাত্র ভরসা হাত পাখা। হাসপাতালের জেনারেটর থাকলেও ডিজেল না থাকায় সেটি চালু করা যায়নি বলে ভিডিওতে এক রোগীকে অভিযোগ করতে শোনা যায়।
ঘটনাটি সামনে আসতেই জেলায় চাঞ্চল্য ছড়ায়। রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনায় মুখর হয়েছেন বালুরঘাট লোকসভার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে। এমন অব্যবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের কী হবে?”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটিতে দীর্ঘদিন ধরেই পরিকাঠামোর ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে বিদ্যুৎ ও জলের সমস্যাও এখানে নিত্যদিনের ঘটনা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা স্বাস্থ্য দপ্তর এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
চাইলে এই প্রতিবেদনে সাক্ষাৎকার, সরকারি প্রতিক্রিয়া কিংবা আরও প্রেক্ষাপট সংযোজন করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *