পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “টেরোরিস্টরা টুরিস্টদের মারে না” দাবি করেছেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র, সেই প্রসঙ্গ নিয়ে এবার সাবিত্রী মিত্রকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ, সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদায় প্রাতঃভ্রমণ ও চার চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাবিত্রী মিত্র এখান থেকে বুঝতে পারলেন টেরোরিস্টরা কি করে। উনি কি যোগাযোগ রাখেন টেরোরিস্টদের সাথে। কাশ্মীরে গিয়ে কখনো দেখা করে এসেছেন নাকি হট লাইনে যোগাযোগ আছে। রাষ্ট্রীয় শাভিমান নিয়ে কথা বলার আগে জনপ্রতিনিধিদের ভেবেচিন্তে বলা উচিত। পাশাপাশি সৌরভ গাঙ্গুলী বলেছেন ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হওয়া উচিত, সেই প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষের দাবি, খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়! তার মধ্যে রাজনীতি আসা উচিত নয়। কিন্তু পাকিস্তানের সাথে খেলার আগে দশবার ভাবা উচিত। এর সাথে দেশের লোকের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। অন্যদিকে যৌথ সংগ্রামী মঞ্চের নবান্ন অভিযানে সম্পর্কে তিনি বলেন,আন্দোলন রক্ষার বহু চেষ্টা সরকার করছে। তা সত্বেও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ তাদের আন্দোলন সফল হবে।
অন্যদিকে বাংলা ভাষা নিয়ে ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে এই রাজ্যের পরিযায়ী শ্রমিক এমনটাই দাবি তৃণমূলের এবার সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ বলেন বাংলা ভাষায় কথা বলে এখনো কেউ সমস্যায় পড়েনি! যারা সমস্যায় পড়ছে তারা সবাই বাংলাদেশী, তিনি আরো বলেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সারা দেশ থেকে ধরে বার করার প্রচেষ্টা শুরু হয়েছে। টিএমসির এতে সমস্যা তার কারণ বাংলাদেশী রোহিঙ্গাদের আই কার্ড, আধার কার্ড করে দিয়েছে। এখানে যে ভোটার কার্ড আধার কার্ড জালি হয় সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে ওখানে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডার থেকে যত জন ধরা পড়ছে পরে জানা যাচ্ছে তারা সবাই বাংলাদেশি। তারা কিভাবে আই কার্ড পায়? প্রকাশ্যে টিএমসি নেতারা তাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট দিচ্ছে। অন্যদিকে ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্তার অভিযোগ। রাজ্যজুড়ে ভাষা আন্দোলনের পথে তৃণমূল, আজ পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষের দাবি – ছায়ার বিরুদ্ধে তলোয়ার চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না। তিনি বাংলাদেশের নিয়ে এসে ভোটে জিততে চান সেটা মানুষ বুঝে গেছে। বাংলায় যখন আরজি কর হয়, বিভিন্ন ল কলেজে সমস্যা হয় এরা রাস্তায় নামেনা। এরা সিএ এর বিরুদ্ধে নেমে বাশ পোড়ায় রেল পোড়ায়। তাই বাংলাদেশ থেকে এক কোটির বেশি ভোটার নিয়ে এসে ভোটে জেতার চেষ্টা করছেন। বিহারের স্টাইলে এখানেও শুদ্ধি করন হবে।
অন্যদিকে দিল্লিতে বাঙালি হেনস্তা! দিল্লী পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে টুইট মমতার, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষের দাবি- কোথাও কোনো ভারতীয় নাগরিককে হেনস্তা করা হচ্ছে না। আদালত আছে। পুলিশ যাদের গ্রেফতার করেছে সবাই বাংলাদেশ থেকে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের নিয়ে এসে বাঙ্গালীদের সংকট বাড়াচ্ছেন। অন্যদিকে অসম সরকারের NRC নোটিশ পশ্চিমবঙ্গ র বাসিন্দাদের! তৃণমূলের প্রতিবাদ অসম বর্ডারে ,২৫ হাজার লোক যারা এনআরসির কবলে পড়েছে, যারা পশ্চিমবাংলা থেকে আসামে গেছে। তাদের লিস্ট আসাম সরকার দু’বছর আগে পাঠিয়েছিল। এদের পরিচয় জানতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল অসম সরকার। এদের পরিচয় জানানোর কথা ছিল এ রাজ্যের সরকারের। রাজ্য সরকার দেয়নি ফলে ওই লোকগুলো সমস্যায় পড়ছে। সরকার সহযোগিতা না করার জন্যই সমস্যায় পড়তে হচ্ছে মানুষগুলোকে। পাশাপাশি মমতার বোলপুরের মিছিল আজ দেখা যাবে অনুব্রত মণ্ডল কে? কিভাবে অনুব্রত রাজনৈতিক ভবিষ্যৎ?
সেই প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষের দাবি- যে পার্টির সেবা করেছে, টাকা তুলে নিয়েছে! তাদের কথা মমতা ব্যানার্জি ভোলেন না। এটা ওনার বৈশিষ্ট্য। অন্যদিকে বাংলা ভাষা নিয়ে সংসদে বাংলায় বলবেন তৃণমূল সাংসদরা! সেই ইস্যুতে দিলীপ ঘোষের দাবি ইউসুফ পাঠান কিংবা কীর্তি আজাদদের কি বাংলা শিখিয়েছেন মমতা? আমরা চাই উনাদের দিয়ে প্রথমে বাংলা শুরু করুন। আমরাও দেখতে চাই কেমন বাঙালি কে আপনারা প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠিয়েছেন।
পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে আজ থেকে আলোচনা! হবে না জবাবি ভাষণ! আলোচনায় অংশ নিতে পারেন মোদি শাহ , এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের দাবি অপারেশন সিঁদুর নিয়ে অনেক প্রশ্ন করেছেন বিরোধীরা! ভারতের সেনা কি করেছে তা নিয়ে প্রশ্ন করেন কিন্তু চিন বা পাকিস্তানকে প্রশ্ন করার হিম্মত দেখান না বিরোধীরা। বারবার দাবি করার জন্য সংসদে আলোচনা হচ্ছে। তারা যে এতদিন রাস্তায় মিথ্যা কথা বলছিলেন তার জবাব নিশ্চিত সরকার দেবে।
পাশাপাশি শেখ শাহাজাহান জেনে থাকো তার আতঙ্ক সন্দেশখালিতে, কলকাতা পুলিশের জমি দখলের অভিযোগ! SDPO থেকে শুরু করে থানা কেউ সাড়া দিল না,তৃণমূলের অনেক বড় বড় নেতা মন্ত্রীরা জেলে আছেন। কিন্তু তাদের সাম্রাজ্য চলছে ঠিক যেমন দাউদ ইব্রাহিম জেলে থাকলেও তার সাম্রাজ্য চলে। জেল থেকেই তারা সবকিছু কন্ট্রোল করতে পারে পুলিশি তাদের মাধ্যম। পুলিশ চাই এরা চলুক তাহলে কে বন্ধ করবে?
দিলীপ ঘোষের কটাক্ষ: টেরোরিস্টদের সঙ্গে যোগাযোগ আছে সাবিত্রী মিত্রর?

Leave a Reply