পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- টানা কয়েকদিনের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের একাধিক অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বিশেষ করে পান্না, ভাঙ্গা ও আশপাশের বেশ কয়েকটি গ্রাম এখন কার্যত বিচ্ছিন্ন। দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে ওই এলাকাগুলিতে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বারবার প্রশাসনের দপ্তরে জানিয়েও পানীয় জলের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বন্যা পরিস্থিতির জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক স্কুল ও আইসিডিএস কেন্দ্র। ভাঙাদা থেকে ঘাটাল পর্যন্ত প্রধান সড়কটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। যদিও ওই রাস্তায় একাধিকবার সংস্কার কাজ হয়েছে, তবে কাজটি এখনও সম্পূর্ণ নয় বলে অভিযোগ বাসিন্দাদের। দীর্ঘদিন ধরেই একই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা, তাই দাবি উঠেছে একটি স্থায়ী সেতু নির্মাণের। এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান, এই সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট মহলে জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্লাবনে বিপর্যস্ত ঘাটাল, বন্ধ স্কুল-আইসিডিএস, দুর্ভোগে সাধারণ মানুষ।

Leave a Reply