আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেই উপলক্ষে জটেশ্বরের কয়েক জন শিব ভক্তের পক্ষ থেকে জটেশ্বর শিব মন্দিরে আসা ভক্তরের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। জানা গিয়েছে, দিনভর ওই প্রসাদ বিলির করার লক্ষমাত্রা নেওয়া হয়েছে। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী মন্দির হল জটেশ্বর শিব মন্দির। সারা বছর এই মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ে। তবে শ্রাবণ মাস উপলক্ষে ভক্তদের ভিড় কিছুটা হলেও বেড়ে যায় এই মন্দিরে। এদিন সকাল থেকেই মন্দিরে চলছে জল ঢালা। সকাল থেকেই ভক্তবৃন্দদের ভিড় লক্ষ করা গিয়েছে জটেশ্বর শিব মন্দিরে।
ভক্তদের মাঝে খিচুড়ি প্রসাদ, সকাল থেকেই শিবপূজায় মগ্ন জটেশ্বর শিব মন্দির।

Leave a Reply