শ্রাবণের বর্ষায় শৈবভক্তির স্রোত, কোলাঘাটে শিবলিঙ্গে জল ঢালতে ভক্তদের ঢল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার।
যথারীতি সারে দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে যেখানে যত হিন্দু ধর্মাবলম্বী মানুষজন এবং শিব মন্দির আছে, বিপুল উৎসাহ উন্মাদনায় ও ভক্তি আবেগ সহযোগে চলছে শৈব আরাধনা। আরো অন্যান্য জায়গার সাথে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণে পাড়ে গৌরাঙ্গ ঘাটে বজ্রেশ্বর শিব মন্দিরে স্থানীয় এবং দূর দূরান্তের ভক্তরা ভীড় করেন। অমাবস্যার ভরা কোটাল এবং অতি বৃষ্টির জলে নদী এখন কানায় কানায় পূর্ণ। সেই সব উপেক্ষা করেই ভক্তের দল কোমর সমান জলে নেমে শিবলিঙ্গের মাথায় জল ঢালা থেকে শুরু করে পূজার্চনায় মেতে ওঠেন। স্বেচ্ছা শ্রমে রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা বিশ্বনাথ দাস জানান, আমরা অনেক স্বেচ্ছাসেবী সর্বদা নদীজনিত এবং অন্যান্য নিরাপত্তা ও পরিষেবায় সাধ্যমত করে চলেছি। শ্রাবণ মাসের বাকি দিনগুলো ও বহু ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা যায়।
এই মাসে শিবকে জল নিবেদন করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়।
বৃষ্টি ও উর্বরতার প্রতীক হল শ্রাবণ মাস বর্ষাকাল। এই সময়ে প্রকৃতি নতুন জীবন ও সবুজে ভরে ওঠে। জল হল জীবনের উৎস, এবং শিবকে জল নিবেদন করা প্রকৃতির এই নবজীবনকে সম্মান জানানোর একটি উপায়। পুরাণ অনুসারে, শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটে ছিল, যেখান থেকে হলাহল বা বিষ উত্থিত হয়ে ছিল। এই বিষ পান করে শিব নীলকণ্ঠ হয়ে ছিলেন, যা সৃষ্টিকে রক্ষা করে। তাই শিবকে জল নিবেদন করে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। জল শুদ্ধির প্রতীক, এবং শিবলিঙ্গে জল ঢেলে ভক্তরা তাঁদের মন ও আত্মাকে পবিত্র করতে চান। বিশ্বাস করা হয় যে, এই আচার মানসিক শান্তি ও স্বস্তি এনে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *