দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস বি দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি সচেতনতা ট্যাবলো উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও সবুজ পতাকা নেড়ে ট্যাবলোটির উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস এবং অতিরিক্ত জেলা শাসক (জেনারেল) জি হারিস রশিদ। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ। এই ট্যাবলো আগামী তিনদিন ধরে জেলার দুইটি স্বাস্থ্য বিভাগ এলাকায় ঘুরবে এবং সাধারণ মানুষকে হেপাটাইটিস বি সম্পর্কে সচেতন করবে। এদিন ডাঃ সুদীপ দাস জানান, এই রোগ প্রতিরোধে নিয়মিত টিকাকরণ ও সচেতনতা বাড়ানোই একমাত্র পথ। জেলার বিভিন্ন স্থানে পোস্টার, মাইকিং এবং পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো হবে। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
হেপাটাইটিস বি প্রতিরোধে টিকাকরণই মূল অস্ত্র, সচেতনতা বৃদ্ধিতে দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য দপ্তরের অভিনব উদ্যোগ।

Leave a Reply