অবিরাম বর্ষণে কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপত্তি, আপ প্ল্যাটফর্মে ফাটল দেখে বন্ধ করা হল চলাচল।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা :- টানা বৃষ্টিতে শহরের পরিবহন ব্যবস্থায় ছড়াল আতঙ্ক। দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ-এর আপ প্ল্যাটফর্মে দেখা দিয়েছে একাধিক ফাটল বা ক্র্যাক। ফলে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লু লাইনে আপ লাইনের পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে কবি সুভাষ পর্যন্ত।

মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত আপ ও ডাউন লাইন সচল থাকছে। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে ট্রেন। সেখানেই নামিয়ে দেওয়া হবে যাত্রীদের। কবি সুভাষ পর্যন্ত ট্রেন গেলেও তা খালি রেক হিসেবে ফিরে আসছে, কোনো যাত্রীকে বহন করা হচ্ছে না।

কীভাবে ধরা পড়ল এই ত্রুটি?

সূত্র মারফত জানা গেছে, সোমবার সকালে রুটিন পরিদর্শনের সময় আপ প্ল্যাটফর্মের একাধিক কলামে ফাটল চোখে পড়ে কর্মীদের। সঙ্গে সঙ্গে বিষয়টি মেট্রো কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর বিশেষজ্ঞ দল পাঠানো হয় কবি সুভাষ স্টেশনে। বিশ্লেষণ করে তারা জানান, এই ফাটল যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই যতক্ষণ না পুরোপুরি মেরামত শেষ হচ্ছে, ততক্ষণ স্টেশনটি যাত্রীদের জন্য বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ কী বলছে?

মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে—

আমাদের প্রথম অগ্রাধিকার যাত্রী নিরাপত্তা। কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মে একাধিক কলামে ফাটল ধরা পড়েছে। ফলে মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত স্টেশনটি ব্যবহার করা যাবে না। আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা চালু রাখা হচ্ছে।

যাত্রীদের দুর্ভোগ

দক্ষিণ কলকাতার বহু মানুষ প্রতিদিন কবি সুভাষ থেকে মেট্রো ধরেন অফিসে বা কলেজে যাওয়ার জন্য। সেই সমস্ত যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সকাল হতেই কবি সুভাষ স্টেশনের সামনে দেখা গেছে দীর্ঘ ভিড় ও বিভ্রান্তি। অনেকেই জানতেন না স্টেশনটি বন্ধ থাকছে। বাধ্য হয়ে যাত্রীদের শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গিয়ে ট্রেনে উঠতে হচ্ছে।

অস্থায়ী ব্যবস্থা

বর্তমানে মেট্রো কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু করেছে। প্ল্যাটফর্ম ও পিলারগুলোর স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের উপস্থিতিতে কনক্রিট ইনজেকশন ও রিপেয়ার ওয়ার্ক শুরু হয়েছে। তবে এখনও পরিষ্কার করে জানানো হয়নি কবে নাগাদ পুনরায় চালু হতে পারে কবি সুভাষ স্টেশন।

অতীতেও ঘটেছে এমন ঘটনা

এর আগেও মেট্রোর বিভিন্ন স্টেশনে ফাটল বা স্যাঁতসেঁতে সমস্যা দেখা গিয়েছে। বিশেষ করে বর্ষার সময় পুরনো স্টেশনগুলোর জল ঢোকা বা ফাটলের খবর আসে। এবারও সেই পুনরাবৃত্তি ঘটল। তবে এই প্রথম কবি সুভাষের মতো ব্যস্ত স্টেশনে এত বড় সমস্যার সম্মুখীন হতে হলো যাত্রীদের।

মেট্রো পরিষেবা আপডেট (২৯ জুলাই ২০২৫ অনুযায়ী)

  • চলমান পরিষেবা: দক্ষিণেশ্বর ⇌ শহিদ ক্ষুদিরাম (উভয় লাইন)
  • বন্ধ স্টেশন: কবি সুভাষ (শুধু আপ লাইন; ডাউন লাইনও যাত্রী পরিবহন করছে না)
  • মেরামতি অব্যাহত: আপ প্ল্যাটফর্মের একাধিক কলাম

পরিশেষে, কলকাতা মেট্রোর এই ঘটনা শহরের অবকাঠামো ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। বৃষ্টির জেরে যদি এমন গুরুত্বপূর্ণ স্টেশনে ফাটল দেখা দেয়, তবে ভবিষ্যতে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কতটা নিয়ম মেনে হচ্ছে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে প্রশাসনকে। যাত্রীদের জন্য অনুরোধ, শহিদ ক্ষুদিরাম থেকে যাত্রা শুরু করুন এবং প্রয়োজনে অন্য যানবাহনের বিকল্প খুঁজে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *