নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকায় রাস্তার বেহাল অবস্থার জেরে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়া এক বৃদ্ধার মৃত্যু ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
জানা গেছে, রঞ্জিতপুর এলাকার বাসিন্দা রানী সরেন নামক এক বৃদ্ধা কয়েকদিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকায় অ্যাম্বুল্যান্স তো দূরের কথা, বাইক বা সাইকেলও পৌঁছায় না সেই এলাকায়। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেই কারণে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে খাটিয়ায় করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পরিবারের সদস্যদের দাবি, “যদি রাস্তা ঠিক থাকতো, তাহলে রানিদেবীকে আরও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যেত এবং হয়তো সময়মতো চিকিৎসা পেলে তিনি বাঁচতে পারতেন।”
এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির দাবি, এই মৃত্যুর জন্য পুরোপুরি দায়ী রাজ্য সরকার ও তৃণমূল শাসিত প্রশাসন।
পাল্টা জবাবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “ওই এলাকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক ও সাংসদ—সবই বিজেপির। উন্নয়ন না করার দায় তাদের।”
এলাকাবাসীর ক্ষোভ, “বছরের পর বছর ধরে আমরা শুধু আশ্বাসই পেয়েছি। কিন্তু রাস্তার হাল বদলায়নি। প্রতিবার ভোট আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু কাজ হয় না।”
এই মৃত্যুর ঘটনায় মালদার প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কবে এলাকার রাস্তা সংস্কার হবে, তা নিয়েই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হবিবপুরের রঞ্জিতপুর।
Leave a Reply