পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু নম্বর ব্লকের জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকার গ্রাম উন্নয়ন কাজ সরজমিনে পরিদর্শন করলেন নব হবু BDO র একটি প্রতিনিধি দল, জানা গিয়েছে এই প্রতিনিধি দলের মধ্যে ৩৭ জন সদস্য ছিলেন, এরা প্রত্যেকে এক্সিকিউটিভ পদমর্যাদা ছিলেন, এই দিন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের সুপারি টেনডেন্ট সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, এই প্রতিদিন দলের সঙ্গে ছিলেন BDO দেবঋষি বন্দ্যোপাধ্যায়, এইদিন এই প্রতিনিধি দলটি পঞ্চায়েত ক্যাম্পাস, সিওরবনী সহ একাধিক গ্রাম ঘুরে দেখেন এবং শিশুদের পার্ক সহ স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করেন এবং এই দিন বিকেলে সৌর বিদ্যুৎ প্রকল্প ঘুরে দেখেন। জানা গিয়েছে এই দিন সকালে ঝারগ্রাম জেলা থেকে এই প্রতিনিধির দল এসেছিলেন।
“গড়বেতা-২ ব্লকে গ্রাম উন্নয়ন পরিদর্শনে সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবু BDO প্রতিনিধি দল।

Leave a Reply