আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – ফালাকাটায় বিপুল পরিমাণে নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার করে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ অভিযান চালিয়ে ফালাকাটা ট্রাফিক মোড় থেকে উদ্ধার করে প্রায় ৩৮,৪০০টি নিষিদ্ধ ট্যাবলেট, গ্রেফতার করা হয় তিনজন অভিযুক্তকে।
অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি বিলাসবহুল গাড়ি এবং একটি মোটরবাইক। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই বীরপাড়া, লংকাপাড়া সহ বিভিন্ন এলাকায় এই নেশার ট্যাবলেট পৌঁছে দিচ্ছিল নেশাগ্রস্তদের হাতে।
মঙ্গলবার ফালাকাটা থানায় এক সাংবাদিক বৈঠকে এস.ডি.পি.ও প্রশান্ত দেবনাথ জানান, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযান চালাই। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কিনা তা জানার চেষ্টা চলছে।’’
এই ঘটনায় এলাকায় নেশার বড়সড় চক্র ভেঙে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
Leave a Reply