গ্রামীণ জনতার ঢল, তৃণমূলের মহামিছিলে প্রাণ পেল জটেশ্বর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার এক বিশাল মহামিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস। মহামিছিলটি ঘিরে জটেশ্বরে সৃষ্টি হয় জনসমুদ্র। ফালাকাটা ব্লকের জটেশ্বর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি জটেশ্বর ট্রাফিক মোড় হয়ে এগিয়ে যায় এবং শেষ হয় জটেশ্বর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে।

এই মহামিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, জেলা নেতা মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, ফালাকাটা টাউন ব্লকের সভাপতি শুভব্রত দে, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস সহ অন্যান্য জেলা ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দ।

বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এদিনের কর্মসূচিকে আরও জোরদার করে তোলে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই বিপুল জনসমাগমই প্রমাণ করে মানুষের আস্থা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দিকেই।

তৃণমূল নেতৃত্ব বলেন, “জনগণের এই সমর্থনই আমাদের শক্তি। মানুষের পাশে থেকে আমরা আগামী দিনেও লড়াই করে যাব।”
মহামিছিল ও সভার মধ্য দিয়ে তৃণমূল নিজেদের সাংগঠনিক শক্তির বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *