নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ পদক পেয়ে মুখ উজ্জ্বল করল হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামের এক কিশোর।কিশোরের নাম অনিক দাস। বয়স তেরো। সে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। জানা যায়,কলকাতা নেতাজী ইনডোর স্টেডিয়ামে ২৫-২৭ জুলাই তিন দিন ধরে অনুষ্ঠিত হয় নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের ক্যারাটেবিদ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালয়েশিয়া,শ্রীলঙ্কা,নেপাল ও ভারতের বহু প্রতিযোগী। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিশোর অনিক। কাতা বিভাগে ব্রোঞ্জ ও ফাইটিং বিভাগে সিলভার মেডেল জয় করেন তিনি। বেঙ্গল ওয়ারিয়র মার্শাল আর্ট অ্যাকাডেমির ছাত্র সে।এই সাফল্যে খুশি তাঁর ক্যারাটে শিক্ষক ও পরিবারের লোকজন। এই বিষয়ে ক্যারাটের শিক্ষক সাজেরুল ইসলাম বলেন,আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাঁর ছাত্র। এই অ্যাকাডেমি থেকে সযত্নে ছেলেমেয়েদের কোচিং দেওয়া হয়। সেই কারণে আজ বড় সাফল্য এনেছে অনিক। বহু প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সিলভার ও ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে।
নেতাজি ইনডোরে কাতায় ব্রোঞ্জ, ফাইটিংয়ে সিলভার — বিশ্ব দরবারে ছেলের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও শিক্ষক।

Leave a Reply