প্রতিবন্ধীদের ৮ দফা দাবিতে বামনগোলায় ডেপুটেশন।

 

নিজস্ব সংবাদদাতা, মালদা:- “দয়া নয়, করুণা নয়, আমরা পৃথিবীর সন্তান”— এই মানবিক স্লোগানকে সামনে রেখে বামনগোলায় একাধিক দাবিতে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর বামনগোলা ব্লক কমিটি। মঙ্গলবার দুপুরে পাকুয়াহাট অঞ্চল অফিস থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোটা পাকুয়াহাট চত্বরে পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিসের সামনে পৌঁছায়।

সেখানে প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা কিছুক্ষণ বক্তব্য রাখেন এবং তাঁদের ৮ দফা দাবি তুলে ধরেন। পরে বিডিও অফিসে গিয়ে লিখিতভাবে ডেপুটেশন জমা দেন।

মূল দাবিগুলির মধ্যে ছিল:

  • প্রতিবন্ধী মাসিক ভাতা ৫০০০ টাকা করতে হবে
  • প্রত্যেক প্রতিবন্ধীর জন্য অন্তর্দায় (Caregiver/Guardian) কার্ড চালু করতে হবে
  • প্রতিবন্ধীদের জন্য সাধারণ জিয়ার বরাদ্দ (Normal Ration Quota) নিশ্চিত করতে হবে
  • বিভিন্ন সামাজিক ও চিকিৎসা সুবিধা সহজতর করতে হবে

এই কর্মসূচিতে প্রতিবন্ধী নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। তাঁদের বক্তব্য, সরকারের নীতিগত পদক্ষেপ ছাড়া সমাজে প্রকৃত সমতা আসা সম্ভব নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *