আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আজ জটেশ্বরে মহামিছিল ও প্রতিবাদ সভা তৃণমূলের। বর্তমানে জটেশ্বর ট্রাফিক মোড় চত্বরে মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। এদিনের তৃণমূলের ওই মহামিছিল ও প্রতিবাদ সভা কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক উপস্থিত হবেন বলে দাবি ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পালের।
Leave a Reply