ভূতনির মানুষ আতঙ্কে, কাঠমানি ঢেকে রাখা বালির বস্তায়! বন্যা নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছা নেই — বিজেপির অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-ভূতনি এখন দুর্নীতির করিডর। আমজনতা দুর্নীতি রুখতে গেলে পুলিশ দিয়ে ভয় দেখানো হয় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল। মানিকচকে ২০২৪ এর বন্যাই আতঙ্ক সৃষ্টি হয়েছিল সারা ভুতনি জুড়ে। সে আতঙ্কের ছবি এখনো চোখে মুখে ভূতনির আম জনতার।ইতিমধ্যেই ফুলোহরের জল বাড়তে শুরু করেছে। অন্যদিকে গঙ্গার জল বিপদ সীমার উপরে বইছে। দক্ষিণ চন্ডিপুরের কাটা বাধ অংশ দিয়ে ফুলোহরের জল ঢুকছে ভূতনিতে। স্বাভাবিকভাবেই ভুতনির সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ভূতনির মানুষ চেয়েছিল স্থায়ী সমাধান তবে তার পরিবর্তে প্রতিবারই একই গল্প সেচ দপ্তরের। বন্যা হলেই ধাপাচাপা দেওয়া হয় বালির বস্তা দিয়ে। আর এই বালির বস্তা তেই লুকিয়ে রয়েছে কাঠ মানি এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা। ভুতনিকে বাঁচাতে হলে সঠিক পরিকল্পনা দরকার। যা এই সরকার কোনোভাবেই করতে রাজি নয় কারন করলেই ভাগাভাগি বন্ধ হবে ভুতনিতে। তিনি আরো জানান ভুতনিকে বাঁচাতে হলে বর্তমান সরকারকে উপড়ে ফেলতে হবে। কারণ ভুতনি এখন দুর্নীতির করিডোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *