সাধারণ সভা ও সংবর্ধনায় চন্দ্রকোনারোডে জমায়েত আইএসএফ কর্মীদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের একটি বেসরকারি আবাসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাধারণ সভা ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এই সভার মূল উদ্দেশ্য ছিল আগামী দিনে জংগলমহলের প্রতিটি বিধানসভা এলাকায় দলীয় সংগঠনকে কীভাবে আরও মজবুত করা যায়, সেই রণকৌশল নির্ধারণ করা এবং জঙ্গলমহলে দলের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করা।
এই দিন এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন সদ্য নিযুক্ত বিধানসভা পর্যবেক্ষকবৃন্দ — শালবনি ও চন্দ্রকোনা বিধানসভার লক্ষ্মীকান্ত হাঁসদা, বিনপুরের অধ্যাপক বাপি সরেন এবং গড়বেতার রমজান আলি, মোহন টুডু। এঁদের উপস্থিতিকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *