নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কল্যাণী শহরে আজ ঐতিহাসিক দিন। ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ, ৩০শে জুলাই, বুধবার, সফরে আসছেন কল্যাণী AIIMS-এ। তার এই বিশেষ সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি এবং নিরাপত্তার আয়োজন করেছে প্রশাসন। ইতিমধ্যেই কল্যাণী AIIMS-এর চতুর্দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে। চারদিকেই চলছে পুলিশি টহল, নজরদারি ও নিরাপত্তা পর্যালোচনা।
আজ AIIMS-এ আয়োজিত হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতি ছাড়াও থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ আরও একাধিক বিশিষ্ট অতিথি ও প্রশাসনিক আধিকারিকরা।
কল্যাণী AIIMS-এর কর্তৃপক্ষ এই অনুষ্ঠান ঘিরে একদিকে যেমন বিশিষ্ট অতিথিদের বরণে ব্যস্ত, অন্যদিকে তেমনই ছাত্র-ছাত্রীদের মধ্যেও তৈরি হয়েছে চরম উৎসাহ ও উন্মাদনা। AIIMS-এর ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন এক নারী রাষ্ট্রপতি প্রতিষ্ঠান পরিদর্শনে আসছেন।
দ্রৌপদী মুর্মুর এই সফর শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হয়ে উঠছে নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
কল্যাণীবাসীরাও এই ঐতিহাসিক সফরকে ঘিরে গর্বিত ও উত্তেজিত। আজকের এই দিনটি কল্যাণী AIIMS-এর ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
Leave a Reply