নিজস্ব সংবাদদাতা, মালদা—- গঙ্গা ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও খোব উগরে দেন তিনি। গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের মনিরামটোলা, জিত্তু টোলা, শ্রীকান্ত তোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি। তিনি সরাসরি কেন্দ্রের উপর তোপ দাগেন। খোব উগরে দেন রাজ্যের শেচ মন্ত্রীর উপরেও।
Leave a Reply