পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর “আমাদের পাড়া,আমাদের সমাধান” প্রকল্প নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় BDO অফিসের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়, এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন BDO দেবঋষি বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দিনবন্ধু দে, গোয়ালতোড় থানার ভারপ্রাপ্ত অফিসার,জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকেরা, মূলত আগামী দিনে ব্লকের প্রত্যেকটি অঞ্চলে এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে শুরু করা হবে বলে ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
গড়বেতা ২ নম্বর ব্লকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা।

Leave a Reply