দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সন্ধ্যা লাগতেই বালুরঘাট শহরের থানা এলাকা জুড়ে গোবাদী পশুদের বসে মিটিং। যেন দেখে মনে হয় তারা মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বসেছে কোন গোল মিটিং।ফলে প্রতি নিয়ত রাস্তা চলাচলে দুর্ঘটনার সন্মুখিন হতে হয় পথ চলতি মানুষকে। বালুরঘাট শহরের রাস্তায় অবাধে ঘোরাফেরা করা গরুর দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী। দুর্ঘটনা ও যানজটের প্রতিবন্ধকতা কাটাতে বুধবার বিশেষ অভিযান চালাল পৌরসভা। চেয়ারম্যান অশোক কুমার মিত্রের নেতৃত্বে বালুরঘাট থানা মোড় থেকে শুরু হওয়া অভিযানে রাস্তায় থাকা গরুগুলিকে আটক করে নির্দিষ্ট খামারে পাঠানো হয়। জানানো হয়েছে, গরুর মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। পৌরসভার দাবি, শহরের শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ। নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, এই অভিযান নিয়মিত চলবে।
পথ চলতি সাধারণ মানুষ চঞ্চল সিকদার জানান,পৌরসভা এদিন যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। এই উদ্যোগে খুশি বালুরঘাট বাসি।
গো-দৌরাত্ম্যে অতিষ্ঠ বালুরঘাট, শহর শৃঙ্খলায় নেমে এলো পৌরসভা।

Leave a Reply