পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা ও মহকুমা প্রশাসন বন্যার পরিস্থিতি নিয়ে তৎপর, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা অফিসের সভাকক্ষে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে উপস্থিত হয়েছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, এই দিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন এই বছরের বন্যার পরিস্থিতি ভয়াবহ, তারই মাঝে ডিভিসি জল ছেড়ে দেওয়ার কারণে ভয়াবহ রূপ ধারণ করেছে, এই পরিস্থিতির মাঝে জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা, পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভিক্ষর বিষয় নিয়েও মুখ খুললেন তিনি, তিনি বলেন বিদ্যুৎ, পানীয় জল, এবং খাদ্য সামগ্রী যাতে কোন অভাব না হয় তার জন্য জেলা প্রশাসন ও মহাকুমা প্রশাসন সবসময় তৈরি, অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও তিনি স্পষ্ট জানিয়ে দেন খুব তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন হবে, এই দিন এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা, জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভাগীয় আধিকারিকরা।
ঘাটাল মাস্টারপ্ল্যান দ্রুত সম্পন্ন হবে, বন্যা মোকাবিলায় একাধিক পদক্ষেপ : দেব।

Leave a Reply