পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসে, আর পাঁচ বছরে একবার এসে পাগলু ডান্স করেন আর তাতে সবাই ভোট দিয়ে দেয়, আবার গালাগালি দিতে হয় লোককে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যার পরিস্থিতি পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ দীপক অধিকারী ওরফে দেব কে ঠিক এই ভাষায় কটাক্ষ ছুড়ে দিলেন দাপুটে নেতা দিলীপ ঘোষ, এই দিন তিনি আরো বলেন আমার মনে হয় না তিনবার সাংসদ হয়েও মানুষের জীবনের কোন পরিবর্তন করতে পারবেন, বন্যার কোন পরিবর্তন করতে পারলেন!, ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানে সরকারের কোন রোল নেই, একজন অসফল সাংসদ এবং অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক তাকি নিজের ছেলে হিসেবে ভোট দিয়েছিল তিনি ঘাটালের লোককে ধোঁকা দিয়েছেন, যদিও দিলীপ ঘোষ কে পছন্দের লোক বলে সম্মান জানিয়েছেন দীপক অধিকারী, পাশাপাশি দীপক অধিকারী জানিয়েছেন খড়গপুরে আবার দিলীপবাবু দাঁড়াবে বলে আমাকেই নিশানা করেছেন, এই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন আমি কি কাজ করেছি সেখানে গিয়ে দেখুন, আর দেব ১৫ বছরে কি কাজ করেছে সেটাই দেখতে পাচ্ছি। পাশাপাশি তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না তবে দিলীপ ঘোষকে টার্গেট করলে তার ইমেজ বাড়ে।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কটাক্ষ দিলীপ ঘোষের: “বছরে একবার আসেন, পাগলু ডান্স করে ভোট নেন”।

Leave a Reply