পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- টাকা সহ এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা দুষ্কৃতিকারীদের, স্থানীয়দের তৎপরতায় এবং দুই কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় উদ্ধার টাকা সহ ওই ব্যবসায়ী, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের তালবাদি এলাকায়, সূত্রে জানা গিয়েছে ব্যবসার কাজে বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারি এলাকার ব্যবসায়ী মেচেতার একটি রাস্তায়িত্ত ব্যাংকে টাকা তুলে প্রাইভেট গাড়ি করে পাঁশকুড়ার দিকে যাওয়ার পথে পিছন থেকে দুটি দুষ্কৃতিকারীদের গাড়ি ধাওয়া করে, এরপর কোলাঘাটের তালবাদি এলাকায় ওই ব্যবসায়ীর গাড়ি ঘিরে ফেলে দুষ্কৃতিকারীরা এবং টাকাসহ ওই ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতিকারীরা, সেই সময় ওই ব্যবসায়ী চিৎকার করলে স্থানীয়রা ছুটে যায় পাশাপাশি ছুটে যায় দুই কর্মরত সিভিক ভলেন্টিয়ার, সেই সময় ওই দুষ্কৃতিকারীরা টাকা সহ ওই ব্যবসায়ীকে রাস্তায় ফেলে চম্পট দেয়, পাশাপাশি ওই আহত ওয়েবসাইকে উদ্ধার করে পাইকপরি হাসপাতালে ভর্তি করা হয়, ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া এবং কোলাঘাট থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছায়, ইতিমধ্যেই পুলিশ গাড়ি ও গাড়ির চালককে আটক করে, অন্যদিকে আতঙ্কিত ওই ব্যবসায়ী কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে কোলাঘাট থানার পুলিশ দুষ্কৃতিকারীদের খোঁজ তল্লাশি শুরু করে।
তালবাদিতে অপহরণের চেষ্টা, ধাওয়া করে গাড়ি ঘিরল দুষ্কৃতীরা, আটক চালক।

Leave a Reply