পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুপুরে থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, এই বৃষ্টির কারণে ডেবরায় মাটির বাড়ীর দেওয়াল চাপা পড়ে মৃত আদিবাসী সম্প্রদায়ের মহিলা, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ , জানা গিয়েছে ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় মাটির বাড়ীর দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হোলো এক আদিবাসী সম্প্রদায়ের মহিলার। মৃত মহিলার নাম সূর্যমনী শিং। বয়স-৫৫। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে ডেবরায় ভারী বৃষ্টি হচ্ছিল। সেই সময় মাটির বাড়ীতেই ছিলেন সূর্যমনী। হঠাৎ করেই মাটির বাড়ীর হুড়মুড়িয়ে ভাঙতে থাকে। আর তাতেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মহিলার। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়েছে মৃতদেহ উদ্ধারের জন্য। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান এই রকম একটি ঘটনা ঘটেছে। এটি বেদনা নায়ক,দূর্ভাগ্যজনক। প্রশাসন ও মৃত মহিলার পরিবারের সাথে আছে। যা যা করনীয় তা করা হবে।
বৃষ্টির জেরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু ৫৫ বছরের সূর্যমনী শিং-এর।

Leave a Reply