ভোটের পর নেতারা উধাও! জলযন্ত্রণা নিয়ে ক্ষোভে ফুঁসছে শান্তিনগর।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- ডোমজুড় বিধানসভার সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অগ্ৰদূত চাঁদমারি ও পশ্চিম শান্তিনগরের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরেই জমে রয়েছে হাঁটু পর্যন্ত জল। এই জলাবদ্ধতা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবস্থায় দিনের পর দিন বসবাস করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেকের বাড়িতে জল ঢুকে পড়ায় তারা বাধ্য হয়েছেন উঁচু জায়গায় ভাড়া নিয়ে থাকতে। তাতেও স্বস্তি নেই, কারণ প্রতিদিন কাজকর্ম, স্কুল-কলেজ, বাজার ইত্যাদি সব কিছুতেই বিঘ্ন ঘটছে।

অভিযোগ আরও গুরুতর – সমস্যার কথা জানাতে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। উল্টে সদস্য নিজেই নাকি বলছেন, “আপনারা গিয়ে পঞ্চায়েত ঘেরাও করুন।” এই ধরণের মন্তব্যে ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন, ভোটের আগে সব রাজনৈতিক দলই বারবার ঘুরে এসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু জেতার পর আর তাদের খোঁজ মেলে না।

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে বাসিন্দারা তাদের সমস্যার কথা জানিয়েছেন। প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে, তা জানার জন্য এখন সবার চোখ প্রধান ও পঞ্চায়েতের দিকেই।

জলাবদ্ধতা ঘিরে ক্ষোভ ক্রমশ জমছে, এলাকাবাসীর দাবি – অবিলম্বে নিকাশি ব্যবস্থা উন্নত করে স্থায়ী সমাধান করুক প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *