আন্তর্জাতিক ডেস্ক, ৩০ জুলাই ২০২৫: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের পর আশঙ্কা করা হচ্ছিল ভয়াবহ সুনামির। আশঙ্কা সত্যি হল। ২৫ ফুটেরও বেশি উচ্চতার রাক্ষুসে সুনামি ঢেউ আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাপান, আমেরিকা ও হাওয়াইয়ের বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে ত্রস্ত লক্ষ লক্ষ মানুষ।
জাপানের হোক্কাইডো ও রাশিয়ার কামচাটকা এলাকায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। আমেরিকার আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জেও ঢেউয়ের দাপটে নাজেহাল অবস্থা। ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৯ লক্ষ মানুষকে।
সবচেয়ে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে রাশিয়া-আমেরিকার পারমাণবিক কেন্দ্রগুলোর আশেপাশে। রাশিয়ার ভূমিকম্পনস্থলের খুব কাছেই একাধিক পারমাণবিক কেন্দ্র থাকায় সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ ছড়িয়েছে। টোকিওতে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে সরানো হয়েছে সমস্ত কর্মী। সতর্কতার অংশ হিসেবে খালি করা হয়েছে টোকিওতে অবস্থিত মার্কিন দূতাবাসও।
প্রশাসনের তরফে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলেস উপকূল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাস চালু করেছে বিশেষ হেল্পলাইন: 415-483-6629।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়েছেন, “প্রশান্ত মহাসাগরের বিশাল ভূমিকম্পের ফলে হাওয়াই এবং পশ্চিম উপকূলে যেকোনও মুহূর্তে বড় ঢেউ আছড়ে পড়তে পারে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।”
Leave a Reply