নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা শহরের রথবাড়ি মোড় থেকে বুলবুলচন্ডী পর্যন্ত রুটে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য অবৈধ অটো। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ পারমিট ও রোড ট্যাক্স নেওয়া ডিজেল অটো চালকেরা। বৃহস্পতিবার এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি পরিচালিত ডিজেল অটো ইউনিয়নের সদস্যরা।
সকাল থেকেই ইউনিয়নের শতাধিক সদস্য সংগঠিতভাবে জড়ো হন জেলা পরিবহণ দপ্তরের দপ্তরে এবং তুলে দেন তাদের দাবি সনদ। নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসির ইংরেজবাজার শহর সভাপতি অম্বরিশ চৌধুরী। তিনি অভিযোগ করেন,
“মালদা শহরের রথবাড়ি থেকে বুলবুলচন্ডী পর্যন্ত প্রায় ৩০০টি ডিজেল অটো নিয়ম মেনে পারমিট ও ট্যাক্স দিয়ে চলাচল করে। অথচ সম্প্রতি এই রুটেই অসংখ্য অবৈধ অটো অনিয়ন্ত্রিতভাবে চলছে। পুলিশ ও প্রশাসন বিষয়টি জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না।”
তিনি আরও জানান, অবৈধ অটোগুলোর কারণে বৈধ চালকদের হেনস্তা হতে হচ্ছে রোজ। ফলে সংসার চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।
📌 মূল দাবি:
- অবৈধ অটো চলাচল বন্ধ
- বৈধ চালকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা
- পরিবহণ দপ্তরের তদারকি জোরদার
Leave a Reply