চন্দ্রকোনারোডে ৭৬ তম বর্ষে পদার্পণ, খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসবের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূজা অর্চনার মধ্য দিয়ে চন্দ্রকোনারোড শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন হল বৃহস্পতিবার। গড়বেতা ৩ নম্বর ব্লকের অন্তর্গত এই ঐতিহ্যবাহী পুজো এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ, ঢাকের বাদ্যি ও চরণের ধ্বনিতে মুখর হয়ে উঠেছিল শান্তিনগর।

এবছরের পুজোর বাজেট ধরা হয়েছে আনুমানিক ২০ লক্ষ টাকা। জানা গেছে, দক্ষিণ ভারতের একটি বিখ্যাত মন্দিরের আদলে নির্মিত হবে মণ্ডপ। সেইসঙ্গে মেলার আয়োজনের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি।

খুঁটি পুজোর এই দিনটিতে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সহ-সভাপতি মনোজ দাস, সম্পাদক সুজিত সরকার, সহ-সম্পাদক জয়ন্ত সমাদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সদস্য কমল সাহা, হিমাংশু সরকার, কিংকর কুন্ডু, রাজেশ ঘোষ, পল্টু দাস, বাচ্চু বল্লভ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও এক নজর মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় জমাবেন হাজার হাজার দর্শনার্থী। পরিবেশবান্ধব ও সৃজনশীল ভাবনাকে সামনে রেখে পূজা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে পুজো কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *