আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কণিকা রায় নামে এক মহিলা। তিনি ফালাকাটা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, বুধবার রাতে ফালাকাটার ১০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক মহিলাটিকে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আহত কণিকা দেবীকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে, রাস্তার নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।
Leave a Reply