বাংলা ভাষায় প্রথম, এরপর অন্য ভাষা — নতুন নির্দেশিকা জারি বালুরঘাট পৌরসভায়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দেশজুড়ে বাংলা ভাষা ও বাঙালিদের নিয়ে নানা বিতর্কের মধ্যেই এক ইতিবাচক পদক্ষেপ নিল বালুরঘাট পুরসভা। এখন থেকে পৌর এলাকায় সমস্ত দোকানের ব্যানার বা হোডিং এ বাংলায় লেখা বাধ্যতামূলক করছে পৌরসভা।
পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, আগামী দিনে বালুরঘাট পৌর এলাকায় যেকোনো সরকারি বা বেসরকারি ব্যানার, হোর্ডিংয়ে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করা হবে। এ বিষয় নিয়ে পৌরসভা গত ভাবে পদক্ষেপ নেওয়া শুরু হবে অল্প দিনে তিনি জানান বালুরঘাট শহরের ২৫ টি ওয়ার্ডে যত দোকান অফিস রয়েছে সবখানেই প্রথমত বাংলা ভাষাকে লিখতে হবে তারপরে অন্য যে কোন ভাষা ব্যবহার করতে পারেন।এই উদ্যোগ কে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বালুরঘাট পুরসভার এই পদক্ষেপকে অনেকেই প্রশংসনীয় বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *