বালুরঘাটে আধুনিক যন্ত্রে সজ্জিত সুস্বাস্থ্য কেন্দ্র, উদ্বোধন করলেন পৌরাধ্যক্ষ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: আজ ৩১শে জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বালুরঘাট পৌরসভার কুন্ডু কলোনীর পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে চক্ষু পরীক্ষা, মূত্র পরীক্ষা এবং ডেঙ্গু রোগ শনাক্তকরণে অত্যাধুনিক এলিসা মেশিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।

সাধারণ মানুষের উন্নত ও সুলভ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র, পৌর পরিষদের সদস্য বিপুল কান্তি ঘোষ, মহেশ পারখ সহ অন্যান্য ওয়ার্ডের বিশিষ্ট পৌর প্রতিনিধিরা।

পৌরাধ্যক্ষ অশোকবাবু জানান,
“আমরা চেষ্টা করছি স্বাস্থ্য পরিসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। এই সুস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা করা যাবে, যা অনেকের জন্যই উপকার হবে।”

এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে,
“এই এলাকায় বহু মানুষ রয়েছেন যারা ব্যয়বহুল স্বাস্থ্যপরীক্ষা করাতে পারেন না। এখন স্থানীয় এই সুস্বাস্থ্য কেন্দ্রেই আধুনিক যন্ত্রের সাহায্যে সেই সুযোগ মিলবে।”

উল্লেখযোগ্যভাবে, ডেঙ্গি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এলিসা মেশিনের ব্যবহার, যা অনেক দ্রুত ও নির্ভুল পরীক্ষার সুবিধা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *