বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বুধবার থেকে চালু হচ্ছে বালুরঘাট-দীঘা ভলভো পরিষেবা। এই উপলক্ষে মঙ্গলবার বাসটি শহর পরিভ্রমণ করে সাধারণকে বার্তা দেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। শুক্রবার বালুরঘাট রিপোর্ট থেকে দীঘা ও শিলিগুড়ি রুটের বাস উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উপস্থিত ছিলেন তোরাব হোসেন মণ্ডল, শংকর চক্রবর্তী ও অম্বরিশ সরকার প্রমুখ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই এই পরিষেবার দাবি ছিল বালুরঘাটবাসীর। অবশেষে সেই আশা পূরণে খুশি শহরবাসী।
দীঘা বাস পরিসেবা চালু হওয়ায় খুশি বালুরঘাটবাসি।
জগন্নাথ মন্দির দর্শনের আর এক ধাপ সহজ, দীঘা রুটে বালুরঘাট থেকে বিলাসবহুল বাস পরিষেবা শুরু।

Leave a Reply