ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা:- অসম সরকারের এন আর সি নোটিসের প্রতিবাদে গর্জে উঠল ফালাকাটা।উত্তরবঙ্গের হিন্দু বাঙালিদের ওপর বাসিন্দাকে অসম সরকারের এন আর সি নোটিসের তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটায় এন আর সি-র বিরুদ্ধে এক বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন দুপুর দুটো থেকে ফালাকাটা ট্রাফিক মোড়ে রীতিমতো মঞ্চ বেঁধে এনআরসি-র বিরুদ্ধে গলা চড়ান জেলার তৃণমূল নেতারা। এন আর সি-র নিয়ে আক্রমণ করেন বিজেপিকে। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, জেলা নেতা মৃদুল গোস্বামী, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস সহ অন্যান্য জেলা নেতারাও ওই কর্মসূচিতে সামিল হয়েছিলেন।
ফালাকাটায় গর্জে উঠল তৃণমূল কংগ্রেস, এনআরসি-র প্রতিবাদে বিজেপিকে তীব্র আক্রমণ।












Leave a Reply