আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান। আজ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বসেছে এই শিবিরে গ্ৰামবাসীরা উপস্থিত ছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কি কাজ হবে সেই সব বিষয়ে আধিকারিকরা এদিন গ্ৰামবাসীদের জানান এবং গ্ৰাম বাসীদের কাছ থেকে শুনেন এলাকায় কি কি কাজ করতে হবে। এবং সেগুলো লিপিবদ্ধ করেন আধিকারিকরা।
আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে সাড়া, শিবিরে উঠে এল নানা সমস্যার খতিয়ান।












Leave a Reply