নিজস্ব সংবাদদাতা,বাগনান, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাঙালপুর । বাঙালপুর বয়েজ ক্লাব এর উদ্যোগে রবীন্দ্র – নজরুল জয়ন্তী পালন এর পাশাপাশি মানবিক পরিষেবা অনুষ্ঠিত হল উৎসবের আমেজে। ১৯৩৩ সালে স্বাধীনতা সংগ্রামী বিভূতি ঘোষ এই এলাকার যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক মানসিকতা, সমাজসেবা,দেশসেবার জন্য এবং ভারতমাতাকে পরাধীনতার শৃঙ্খল মোচনে উদ্ধুদ্ধ করার জন্য গড়ে তুলেছিলেন বাঙালপুর বয়েজ ক্লাব। স্বাধীনতা সংগ্ৰামী বিভূতি ঘোষ এর লক্ষ্য ও উদ্দেশ্যকে পাথেয় করে বাঙালপুর বয়েজ ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠান, মনিষীদের জম্মদিন, মৃত্যুদিন পালন, সমাজসেবামূলক নানান কর্মকাণ্ড করে চলেছেন। সংগঠনের অন্যতম সদস্য তথা সমাজসেবী – সমাজ সংগঠক , গান্ধীবাদী গোপাল ঘোষ, সংগঠনের প্রাক্তন সম্পাদক তপন ঘোষ বলেন , বাঙালপুর বয়েজ ক্লাব আজম্ম গৌরব ও মাহাত্ম্যে অন্যান্য ক্লাব থেকে সম্পুর্ন পৃথক। এই ক্লাব তৈরি হয়েছিল ১৯৩৩ সালে । দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলের একটি ক্লাবের নাম বয়েজ ক্লাব দেখে এবং তাদের কর্মধারায় উদ্বুদ্ধ হয়ে এই ক্লাবের নামকরণ করা হয়েছিল বাঙালপুর বয়েজ ক্লাব। এই ক্লাব সাহিত্য – সংস্কৃতি, সমাজসেবা, খেলাধুলার ক্ষেত্রে বাগনান থানার মধ্যে বলা যায় শীর্ষে। রবীন্দ্র – নজরুল জয়ন্তী পালনের পাশাপাশি মানবিক পরিষেবা রক্তদান শিবিরে উলুবেড়িয়া হাসপাতাল ব্লাড ব্যাংক এর চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সহায়তায় ১৮ জন মহিলা সহ ৬০ জন রক্ত সৈনিক রক্তদান করে ব্লাড ব্যাংক এর রক্তের কিছুটা চাহিদা পূরণ করলেন। রবীন্দ্র – নজরুল জয়ন্তী পালনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে এলাকার শিশু – কিশোর,যুব – যুবতীরা রবীন্দ্র – নজরুল সম্পর্কে আলোচনা, সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। সবশেষে বাঙালপুর বয়েজ ক্লাব এর কিশোর – কিশোরী সদস্য – সদস্যরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ জুতা আবিষ্কার ‘ নাটক পরিবেশন করে উপস্থিত সকলের প্রশংসিত হন।
Leave a Reply