পশ্চিম মেদিনীপুরে বিরল অজগর সাপের হদিশ, সফল উদ্ধার অভিযান বনদপ্তরের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড়ের ইঁদকুড়ি গ্রাম থেকে বারো ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করলো বনদপ্তর,জানা গিয়েছে শনিবার সকালে প্রায় ১২ ফুট লম্বা এবং ১৬ কেজি ওজনের এই অজগর সাপটিকে উদ্ধার করে বনদপ্তর ও স্থানীয় বন্যপ্রাণী প্রেমীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ইঁদকুড়ি গ্রামের স্থানীয় বাসিন্দারা এই বিশাল সাপটিকে দেখতে পান। এটি যে একটি বিরল প্রজাতির অজগর, তা বুঝতে পেরেই তারা দ্রুত হুমগড় রেঞ্জ অফিসে খবর দেন। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান বারামাসিয়া ফরেস্ট বিটের অফিসার রাতুল চ্যাটার্জী ও নারায়ণ মাহাতো। তাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট পরিবেশ ও পশু পাখিপ্রেমী সৌরভ দাস।বনদপ্তরের কর্মী এবং পশুপ্রেমী সৌরভ দাসের যৌথ প্রচেষ্টায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করা হয়। এরপর সেটিকে কংসাবতী ক্যানেলের পাশে অবস্থিত গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, যা তার প্রাকৃতিক আবাসস্থলের জন্য নিরাপদ।
এই প্রসঙ্গে অফিসার রাতুল চ্যাটার্জী জানান, “এই ধরনের বিরল প্রজাতির সাপ আমাদের বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।” পাশাপাশি পশুপ্রেমী সৌরভ দাস গ্রামবাসীদের সচেতন করে বলেন, “সাপ বা অন্য কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হবেন না। এরা আমাদের বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। মানুষ সৃষ্টির অনেক আগে থেকেই এরা পৃথিবীতে আছে এবং এদের বেঁচে থাকার অধিকার আছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের থাকাটা জরুরি। তাই কোনো বন্যপ্রাণী দেখলে বন দফতরকে জানান।”
এই ঘটনা আবারও প্রমাণ করল যে, সঠিক সময়ে নেওয়া পদক্ষেপ এবং সচেতনতা কীভাবে একটি বিরল প্রাণীর জীবন রক্ষা করতে পারে। বন্যপ্রাণী সংরক্ষণে হুমগড় রেঞ্জ অফিস এবং স্থানীয়দের এই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *