গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা, ২ অগাস্ট :- গ্রাম বাংলা সাজিয়ে তুলতে এবার শুরু হল
“আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্প। বিভিন্ন সমস্যার সমাধান করতে ক্যাম্পে ভিড় জমালেন সাধারণ মানুষ।
সরকারি প্রকল্প গুলি একে বারে সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে দিতে কয়েক বছর আগেই দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গ্রামের প্রতিটি বুথের উন্নয়নের লক্ষ্যে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে প্রতিটি বুথে বুথে যাতে সমস্যার সমাধান গ্রামবাসীরা করতে পারেন সেই লক্ষ্যে “আমাদের পাড়া”,”আমাদের সমাধান” প্রকল্প চালু করা হল। একটি বুথে প্রায় ১০ লক্ষ টাকা উন্নয়নের জন্য খরচ করার সুযোগ রয়েছে। গ্রামবাসীরা তাদের গ্রামের রাস্তাঘাট,পানীয় জল,পথবাতি সহ বিভিন্ন কাজের সিদ্ধান্ত নিতে পারবেন। শনিবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুরে ও বাসুরিয়ায় “আমাদের পাড়া” “আমাদের সমাধান” প্রকল্পের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়ে আমাদের পাড়া,আমাদের সমাধানের বিভিন্ন বিষয় তুলে ধরেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিপিকা রায়,জেলা পরিষদের সদস্য আমজাদ মন্ডল,আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায়,সমাজসেবী সমীর রাহা,সুব্রত ধর,অজয় বর্মন প্রমুখ।বিভিন্ন সরকারি প্রকল্পের স্টল বসানো হয়। সেখানে বিভিন্ন নথি নিয়ে হাজির হন গ্রামের মানুষজন।
প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ, গ্রামবাসীর হাতেই উন্নয়নের রাশ ‘আমাদের সমাধান’ প্রকল্পে।












Leave a Reply