দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ পয়লা আগস্ট শুক্রবার রাতে বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে বালুরঘাট যোগা সেন্টারের এক বছর পূর্তি উপলক্ষ্যে জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে যোগা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, গত বছর আজকের দিনে সংস্থার কর্ণধার ময়ূরাক্ষী ঘোষের পরিচালনায় মোট তিরিশ জন শিক্ষার্থী নিয়ে পথ বালুরঘাট যোগা সেন্টারের চলা শুরু হয়। আজকে সংস্থার এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত যোগা সাংস্কৃতিক সন্ধ্যায় মোট পঞ্চাশ জন শিক্ষার্থী এগারোটি যোগা নৃত্যে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।
যোগা চর্চার একবছর, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ বালুরঘাটবাসী।












Leave a Reply