প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- সারেঙ্গা কলাতলা সুকুমার মাঝি দীর্ঘ ১৫-১৬ বছর যাবৎ তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছেন এ বছরও তা অন্য থা হয়নি । বিপদ ঘটলো রবিবার ২৭ এ জুলাই তারকেশ্বরে বাবার মাথা জল ঢালতে গিয়ে আর বাড়ি না ফেরায়। পাড়ার ছেলেদের জোগাড় করে প্রতিবছরই তিনি জল ঢালতে যান এ বছরও গিয়েছিলেন কিন্তু সবাই বাড়ি ফিরে এলো তিনি আর বাড়ি ফিরলেন না এক ছেলে দুই মেয়ে নিয়ে সংসার, মেয়ে দুটি বিয়ে হয়ে গেলেও ছেলে একটা বাঙালি বাড়ি কাজ করে, কোনরকমে দিন গুজরান হয় তাদের, দিন আনি দিন খাওয়ার অবস্থা । ৪৭ বছরের সুকুমার বাবু সারা বছর দাড়ি কাটেন না শুধু তারকেশ্বরে জল ঢালার আগের দিনে দাড়ি কাটেন এমনই জানালেন বাড়ির, সকলে। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর করেও খোঁজ না মেলায় হতাশা গ্রস্থ পুরো পরিবার। প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কোনো সুহারা হয়নি তেমনই জানালেন পরিবারের লোকেরা । সুকুমারবাবু বাড়িতে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন সারেঙ্গা কলাতলার মাঝি পরিবার। পরিবারের সঙ্গেও প্রতিবেশীরা চান সুকুমার বাবু সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুক । বৃদ্ধ মা চোখের জলের বাঁধ রাখতে পারলেন না অশ্রু সিক্ত নয়নে বাবা ভোলানাথ এর কাছে প্রার্থনা করলেন ছেলে যেন বাড়ি ফিরে আসে। প্রতিবেশী প্রদীপ দলুই বললেন কোন সহৃদয় ব্যক্তি যদি উনাকে দেখতে পান তাহলে উনাকে হাতছাড়া করবেন না দয়া করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে 6290525172 আপনার কাছে আমরা চির কৃতজ্ঞ থাকিব । এখন দেখার শিব শম্ভু ভোলেনাথ সুকুমার বাবুকে সুস্থ শরীরে কবে বাড়ি পৌঁছে দেয় সেদিকে তাকিয়ে রইল এলাকার গ্রামবাসী থেকে শুরু করে পরিবার পরিজন।
শিব ভক্তের নিখোঁজ রহস্য, বাবার মাথায় জল ঢালতে গিয়ে আর ফিরলেন না সুকুমার।

Leave a Reply