আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২০২৪ সালে সাইবার প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ ২০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ জমা পড়েছিল ফালাকাটা থানায়। সেই অভিযোগের তদন্তে নেমে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে অনেকটাই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের পশ্চিম দেওগাঁও এলাকার বাসিন্দা সাইফুল আলম নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ ২০ হাজার ৩০০ টাকা উধাও হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, হাতিয়ে নেওয়া ওই ১০ লক্ষ ২০ হাজার ৩০০ টাকার মধ্যে ৬ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে। শনিবার ওই ব্যক্তির হাতে সেই টাকার চেক তুলে দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে ফালাকাটা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন প্রতারিত সাইফুল আলম।
১০ লক্ষাধিক টাকার প্রতারণা মামলায় উদ্ধার ৬ লক্ষ টাকা, থানায় ফেরত পেলেন ভুক্তভোগী।












Leave a Reply