কালনা, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলীর কাষ্ঠশালী বাজার এলাকায় জলাশয়ের উপর বেআইনি নির্মাণ, যা নিয়ে কয়েক মাস আগে স্থানীয় এলাকারই বিশু দত্ত নামের এক ব্যক্তি কালনা মহকুমা শাসকের দপ্তরের জনস্বার্থ মামলা দায়ের করে। সেখানে তিনি উল্লেখ করেন বর্ষার সময় এই বিল্ডিং জলাশয়ের উপরে হলে, নিকাশি ব্যবস্থার সমস্যা হবে , জলমগ্ন হয়ে পড়বে এলাকা। এরপরই বিল্ডিং নির্মাণের উপর স্টে অর্ডার দেয় মহকুমা শাসক। পরবর্তী সময় অবৈধ নির্মাণ ভাঙ্গার জন্য প্রশাসনের তরফ থেকে রবিবার এলাকায় উপস্থিত হয়, পূর্বস্থলী ২ ব্লক প্রশাসন এবং পূর্বস্থলী থানার পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে স্থানীয় এলাকারই এক বাসিন্দা সাহের শেখ কয়েক মাস আগে স্থানীয় এক ব্যক্তির থেকে জায়গা কিনে এখানে বিল্ডিং তৈরি করছিলেন। এরপরই জলাশয়ের উপর বিল্ডিং তৈরি করায় নিকাশি ব্যবস্থার সমস্যা হবে, এমনই অভিযোগ হয় মহকুমা শাসকের দপ্তরে। ঘটনার পরে বিল্ডিং ভেঙ্গে ফেলার অর্ডার হয়। সেই মতন আজ বিল্ডিং ভাঙতে প্রশাসনের আধিকারিকরা এলে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিল্ডিং কর্তৃপক্ষর দাবি, পঞ্চায়েত পারমিশন দিয়েছেন, এখানের জন্য ট্যাক্স নিয়েছে, পঞ্চায়েত প্রধান সই করেছে পারমিশনের কাগজে। ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চায়েতকে। পাশাপাশি তাদের আরো প্রশ্ন আমাদের বিল্ডিংয়ে শুধু ভাঙ্গার নোটিশ দেয়া হয়েছে। পাশে বহু বিল্ডিংয়ে এই জলাশয় এর উপরে রয়েছে, তাদের কোন নোটিশ দেওয়া হয়নি। বিল্ডিং ভাঙ্গা হলে সকলেরই ভাঙা হোক। যদিও এদিন তারা প্রশাসনকে অনুরোধ করেন তারা নিজেরাই বিল্ডিং ভেঙ্গে নেবে তার জন্য কিছুদিন সময় চেয়ে নেন রবিবার তারা। আগামীকাল তারাও বিষয়টি নিয়ে হাইকোর্টে দারস্থ হচ্ছেন বলে তার আইনজীবী জানিয়েছে এদিন রবিবার। যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান উপপ্রধান কোন মন্তব্য করতে রাজি হননি।
পঞ্চায়েত অনুমোদিত দাবি, তবু ভাঙার নির্দেশে ক্ষোভ—বিল্ডিং মালিকের হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।

Leave a Reply