নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: – পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার অন্তর্গত কামারগোড়িয়া গ্রামে টানা বর্ষণের ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। লাগাতার বৃষ্টিপাতে গ্রামের একাধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে এবং গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন জলের নিচে।
জলমগ্ন হয়ে পড়া গ্রামে স্বাভাবিক জনজীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত। এই প্রাকৃতিক দুর্যোগে বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। খাবার, পানীয় জল, ওষুধ — সবকিছুরই সংকট দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী হিসেবে শুকনো খাবার, জল, ও প্রাথমিক প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকায় পাঠানো হয়েছে প্রশাসনিক দল ও স্বেচ্ছাসেবীরা। চলছে ঘরচাপা পড়া মানুষের উদ্ধারের কাজও।
প্রশাসনের এক প্রতিনিধি জানান, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছি। দ্রুত সমস্ত রিপোর্ট সংগ্রহ করে উপযুক্ত সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “প্রতিবছর বৃষ্টির সময় আমরা এই দুর্দশার শিকার হই। জল নিকাশির সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বর্ষণেই এমন জলাবদ্ধতা দেখা যায়।”
পাশাপাশি স্থানীয় কিছু সংগঠন ও যুবক দলও এগিয়ে এসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে হাত বাড়িয়েছেন।
শেষ কথা — দুর্যোগের এই কঠিন সময়ে প্রশাসনের সক্রিয়তা ও স্থানীয় মানুষের সহমর্মিতা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে বানভাসি গ্রামবাসীদের।
Leave a Reply