বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতা:- গত ১ জুলাই রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের অন্তর্গত ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় পড়ুয়া কচিকাঁচারা তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে নানা ধরণের শিক্ষণীয় মডেল ও প্রদর্শনীর মাধ্যমে৷ ছিল ক্ষুদে পড়ুয়াদের নানান পারফরমেন্স৷ সেগুলি দেখে অন্যান্য আরও অনেকের পাশাপাশি মুগ্ধ হন রাজনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী নিশীথ গরাঁই ও তাঁর স্ত্রী শ্যামা গরাঁই৷ ভাবতে থাকেন স্কুলের ছোট্ট শিশুদের জন্য যদি কিছু উদ্যোগ নেওয়া যায়৷ ১ আগস্ট শুক্রবার স্কুলের ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করেন নিশীথ বাবু ও তাঁর স্ত্রী৷ সেই সাথে বিদ্যালয়ের প্রত্যেক ছেলে মেয়ের হাতে শিক্ষা সামগ্রী রূপে খাতা,পেন্সিল,রাবার, কাটার প্রভৃতি তুলে দেন তাঁরা। তাঁদের এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে৷ উল্লেখ্য, স্কুলের বাচ্চাদের মধ্যে জুলাই মাসে যে সব বাচ্চার জন্মদিন ছিলো তাদের জন্ম দিবসের অনুষ্ঠানও পালিত হয় এদিন। আমন্ত্রিত অতিথি রূপে স্কুলে উপস্থিত ছিলেন রাজনগর বিডিও, জয়েন্ট বিডিও সহ অন্যান্য সুধীজনেরা৷ এমন উদ্যোগ আয়োজন দেখে খুশি পড়ুয়ারা৷ নিশীথ বাবু, তাঁর স্ত্রী, বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মন্ডল বলেন, সবকিছু সুষ্ঠুভাবে এদিন সম্পন্ন হয়েছে৷
বিদ্যালয়ের সৃজনশীল প্রদর্শনীতে উজ্জ্বল কচিকাঁচারা, প্রশংসায় ভাসলেন সমাজসেবী নিশীথ গরাঁই।

Leave a Reply