ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- জলমগ্ন রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান সিপিএম নেতা সামির খান ও সিপিএম নেতারা বিক্ষোভ দেখালেন। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুজুরিয়া গ্রাম পঞ্চায়েতের গুনজুরিয়া বাজার এলাকার জানা যায় দুটি রাজ্যের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে বিহার ও বেঙ্গলের মানুষ । এই রাস্তায় এক হাঁটু জল জমে আছে তিন মাস আগেই নাকি এই রাস্তা হয়েছিল। তবে রাস্তার পিছের চাদর উঠে গেছে। অন্যদিকে খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আজ এই রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন সিপিএম নেতৃত্বরা । সিপিএম নেতা সমীর খান বলেন ইসলামপুর ব্লকের গ্রামগঞ্জে রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে যদি এইসব রাস্তা ঠিক না হয় তাহলে ভিডিও অফিস ঘেরাও করবো আমরা।
রাস্তা ঠিক না হলে ভিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি সিপিএমের।

Leave a Reply