কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- “শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ”—এই আদর্শকে সামনে রেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোচবিহারের সাগরদিঘী পাড়ে এক স্মরণসভা আয়োজন করল তৃণমূল কংগ্রেস।
সোমবার আয়োজিত এই শহীদ স্মরণ সভায় শ্রদ্ধা জানানো হয় শহীদ রবীন, বিমান এবং হায়দারদের আন্দোলনের প্রতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল আমিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা।
শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে তারা জানান—এই শহীদদের আত্মত্যাগ থেকেই প্রেরণা নিয়ে চলবে ভবিষ্যতের লড়াই।
তৃণমূল নেতৃত্বের দাবি, এই স্মরণসভা শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে যুক্ত করে আন্দোলনের মাটিতে তাদের পথচলার দিশা দেখায়।
Leave a Reply