পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে “আমাদের পাড়া,আমাদের সমাধান” কর্মসূচি, এই দিন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে গ্রামের মানুষরা হাজির হয়েছিলেন, রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন সমস্যার সমাধান করা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে, এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা আহির,বন্দনা দে,মিঠু পতিহার,পুতুল অধিকারী, অসীম সিংহ রায়,শুভজিৎ বাগ সহ অন্যান্যরা।
“আমাদের পাড়া, আমাদের সমাধান”-এ গ্রামবাসীদের ভরসা, আমকোপায় শোনা গেল জনমতের সুর।












Leave a Reply